দেহের ক্ষুধা বড় নাকি মনের?
ভাবেন জ্ঞানী বসে একলা,
জীবন যেন খেলা এক,
চলছে সদা ক্ষুধা মেটানোর পালা!
কেউ দৈহিক ক্ষুধা করে নিবারণ,
কেউ করে মানসিক,
কেউ করে পরোয়া,
আবার কেউ করে না কোনটা ঠিক বেঠিক?
ক্ষুধা আছে বলেই হয়তো,
লাটিমের মত ঘুরছে দুনিয়া অবিরত!