মাগো শত কষ্টে মানুষ করেছো,
নিজে না খেয়ে মোদের দিয়েছো,
রোদ বৃষ্টি ঝড়ে অনেক কষ্ট করে,
রেখেছো আগলে মোদের অনেক যত্ন করে!
মাগো কি করে তোমার ঋণ শোধ করি?
মাগো এই চিন্তায় ভেবে মরি!
যখন থাকতাম না ঘরে,
চিন্তায় তুমি যেতে মরে!
কোথায় আছি, কেমন আছি ভাবতে,
কেউ কি পারে তোমার মত ভালোবাসতে?
নিজে না ঘুমিয়ে ছিলে জাগ্রত পাশে,
বলতে- সন্তান না ঘুমালে মায়ের কি ঘুম আসে?
অনেক কষ্ট দিয়েছি, করেছি অনেক জ্বালাতন!
এ দুনিয়ায় কেউ নেই আর দয়াময়ী মায়ের মতন!