বাঁচার সাধ

জীবনের সাধ যে পেয়েছে একবার,


মদের নেশার মত চায় সে স্বাদ বারবার!


বেশীরভাগ মানুষই চায় চিরতরে বাঁচতে,


অন্তত নূহ [আ.]এঁর মতন দীর্ঘজীবী হতে!


 

কিন্তু প্রকৃতির অকাট্য নিয়মের বাইরে,


কোনও কিছুই ঘটে নারে!


সূর্যের মতই স্বচ্ছ এবং চিরন্তন এ সত্য,


তবুও লোভী প্রাণ যত স্বার্থপরতায় মত্ত!


 

এসেছি খালি হাতে, যেতে হবে একইভাবে,

 

ধন দৌলত আর টাকা পয়সা সঙ্গে নাহি যাবে!

View kingofwords's Full Portfolio