বাইবেল মতে সৃষ্টিকর্তা মানবের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে,
এক মহাপ্লাবনে দেবেন ডুবিয়ে পৃথিবীটাকে,
করলেন স্থির একদিন,
বিশাল নৌকা বানাতে দিলেন আদেশ নূহ [আ.]কে।
নূহ [আ.] আল্লাহ্র আদেশ করলেন পালন,
নৌকা নির্মাণ শেষে সমস্ত মানুষ, পশু পাখিকে,
নিয়ে উঠলেন সেই মস্ত বড় নৌকায়,
চল্লিশ দিন আর চল্লিশ রাত বৃষ্টি করলো সিক্ত ধরাকে!
পানি করলো হাঙরের মত গ্রাস পাহাড় পর্বত সব,
নূহের নৌকার হলো না ক্ষতি কারণ ছিলেন পাশে রব!