টি এস এলিয়টের মত আমিও ভাবি,
পৃথিবীটা ময়লার ভাগাড়ে হচ্ছে পরিণত,
ধর্ম হতে যাচ্ছে সরে মন প্রাণ গাণিতিক হারে,
মানবতা যাচ্ছে মিলিয়ে হাওয়ায় জাদুর মত!
অট্টালিকা আর প্রাসাদ আকাশ ছোঁয়,
মানবতা, দয়া-মায়া ইত্যাদি মাটির গভীরে যায় চলে,
অনাচার আর অবিচার হয়েছে সমাজের নীতি,
বেশীরভাগ মানুষের আসল চেহারা ঢাকা আছে মুখোশের তলে!
এসব দেখেও অনেকে না দেখার ভান করে,
বলে, ‘প্রতিবাদ করলে যে যাবো মারা পড়ে!’