পরচর্চায় সময় খরচা করে অনেকেই,
তাদেরকে বিবেক বুদ্ধিহীন প্রাণী মনে হয়,
নিজেরা কিছু করবে না জীবনে,
নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গে ব্যস্ত রয়!
কেউ ভালো কিছু করলে তারা কাগজের মত জ্বলে,
প্রশংসার মালা না গেঁথে হাসি তামাশা করে,
আবার কেউ কিছু না করলেও সেটিও আলোচনার বস্তু হয়,
নিজে উপরে ওঠার চেষ্টা করে না, অন্যের লেজ টেনে ধরে!
এসব কারণেই এগোয় না দেশ, জাতি সভ্যতা,
নিজেদের তারা শিক্ষিত বলে, মনে পুষে পশুর মত বর্বরতা!