শিকারি শিকারে মাতে,
করে শিকার দিনে রাতে,
কখনও মুখোশ পড়ে,
কখনও মুখোশ ছাড়াই শিকার ধরে!
এ সমাজে মানুষ অনেক,
মনের মানুষ কম,
মুখোশ পড়ে ঘুরে ফিরে,
জনম জনম।
নিজের চিন্তায় আছে সবে,
অন্যের চিন্তায় নাই,
মানুষ হয়ে জন্ম সবার,
মনুষ্যত্ব কোথায় পাই?