আমার জীবনে তোমার আগমন

আমার জীবনে তোমার আগমন,


ঠিক ঐ ধূমকেতুর মতন,


যে আসে চলে যাবার তরে,


অন্য কোনওখানে, বন্ধন ছিন্ন করে!

 


নিয়তি যা করে হয়তো তা ভালোর জন্যই,


হয়তো আমি তোমার জন্য নই,


কিংবা তুমি আমার জন্য,


ভাগ্যের নতুন মোড়ে এসে আমি ধন্য!


 

জীবন পৃথিবীর মতই, থামে না কভু,

 

আসুক ভূকম্পন, ঘূর্ণিঝড় কিংবা প্রলয় তবু!