আমার মন তোমার কাছে একটা খেলনাই ছিল,
একটা পুতুলের মতন যখন ইচ্ছে বুকে আগলেছো,
ইচ্ছে ফুরোলেই ঘৃণ্য বস্তুর মতন দূরে ছুঁড়ে ফেলেছো!
আমি জানি না আমার কি অপরাধ ছিল?
তুমি সতী সাবিত্রীর মত হবে এ আশা ছিল না আমার,
তবে একটু মানসিক তৃপ্তি চেয়েছিলাম, তাও পাইনি,
তবে দুঃখের সাগরে হাবুডুবু খেতে আমার জন্ম হয়নি!
ঠিকই দিয়েছি দাঁতভাঙা জবাব প্রতিটি অন্যায়ের তোমার!
এখন অনেক ভালো আছি, স্বর্গে আছি মনে হয়!
যেন শয়তানকে পরাস্ত করে হয়েছে সত্যের জয়!