জীবনের এই পাঠশালাতে,
বসে সুখ দুঃখের মেলা,
জীবন যেন মায়া,
যেন এক দাবা খেলা!
মানুষ আসে মানুষ যায়,
এই সবুজ শ্যামল ধরায়,
কেউ হাসে বিদায়কালে,
কেউ বা জড়ায় দুঃখের জালে,
থামে না তবু সময়ের ভেলা!
জীবনের এই পাঠশালাতে,
বসে সুখ দুঃখের মেলা,
জীবন যেন মায়া,
যেন এক দাবা খেলা!
এই জগতের নিয়ম নীতি,
সবই তার হাতে সত্যি,
ভাঙলে নিয়ম পুড়বে কপাল,
নাই নিস্তার হলে বেসামাল!
সবে একলা আসে যায় একলা,
জীবনের এই পাঠশালাতে,
বসে সুখ দুঃখের মেলা,
জীবন যেন মায়া,
যেন এক দাবা খেলা!