রেলগাড়িকে বলে সে লেলগাড়ি!
শুনে আমি হেসে মরি!
যতই বলি লেলগাড়ি নয় রেলগাড়ি,
করে ভুল সে ততবারই!
অনেক চেষ্টার করেও লাভ হয় না!
তার ভুল সহজে শোধরানো যায় না!
আমার চেষ্টা বন্ধ করে,
আসি হেঁটে বাসায় ফিরে!
রেলগাড়িকে কেন যে লেলগাড়ি বলে?
ভালো হতো কারণ খুঁজে পেলে!