তুমি পেঁয়াজের মত ঝাঁঝালো,
নাগা মরিচের মত ঝাল!
শসার মত ঠোঁট তোমার,
কুমড়ার মত গাল!
তোমার চোখ যেন মঙ্গল গ্রহ!
গলার স্বর যেন কাকের গান!
চুল দেখে মনে হয় পেত্নী!
লাল টকটকে দাঁত খেয়েছো যেন পান!
বানরের মত আচরণ তোমার,
দেখলে লাগে ভয় আমার!