ভালোবাসার মত যদি জীবন বড় হত,
স্বর্গের সুখ এই দুনিয়ার সকলে পেতো,
পড়ে হিংসা, লোভ আর ঘৃণার মায়া জালে,
হারায় জীবন যুব বৃদ্ধ সকলে!
এমন একটি পৃথিবী চাই,
যেখানে অশান্তি নাই,
সুখ আর শান্তি আছে যেখানে,
মানব মন চায় যেতে সেখানে,
প্রেমের চেয়ে বড় শক্তি ছিল না কোনও কালে!
পড়ে হিংসা, লোভ আর ঘৃণার মায়া জালে,
হারায় জীবন যুব বৃদ্ধ সকলে!
অস্থির মন শান্ত হয়,
যখন কেউ সুখ শান্তির কথা কয়,
যুদ্ধ করে যারা অশান্তি আনে,
পুড়বে ঠিকই তারা দোযখের আগুনে,
করলে ভালো কাজ মনে সুখ মিলে,
পড়ে হিংসা, লোভ আর ঘৃণার মায়া জালে,
হারাচ্ছে জীবন যুব বৃদ্ধ সকলে!