হারানো কবি

কবিকে যাচ্ছে না পাওয়া খুঁজে!


কবি কি বুদ্ধের মত একাকীত্ব বেছেছেন নিজে,


নাকি কেউ গুম করে ফেলেছে তাকে?


লাটিমের মত ঘুরছে এই প্রশ্ন মুখে মুখে!


 

‘কবি তুমি কোথায়’ হাজারো কণ্ঠে রিনিঝিনি বাজে,


ঠিক যেন বর্ষার কান ফাটানো বজ্রের মত ঝাঁজে!


কেউ বলে হয়তো কবি মারা গেছেন,


কেউ বা বলে নিশ্চয়ই তিনি ফিরে আসবেন!


 

বন্যা দুর্গতদের মত আমরা থাকি কবির অপেক্ষায়,

 

শুভ আর অশুভ চিন্তা মনের জানালায় উঁকি দিয়ে যায়!

View kingofwords's Full Portfolio