স্বার্থপরতা

মাঝে মাঝে অতি প্রিয়জন,


যখন নিষ্ঠুরের মতন,


দেয় আমার নামের সাথে ‘স্বার্থপর’ তকমা জুড়ে,


মনের গহীনে তখন বিষাদের ঘুড়ি উড়ে!

 


আমার পুরো জীবনটাই দিয়েছি বিলিয়ে,


অপরের তরে, অপরের কল্যাণে গিয়েছি সদা এগিয়ে,


ক্ষুধার্তের মত প্রশংসার আশায় থাকিনি কভু,


কিন্তু স্বার্থপর না হয়েও কেন ওরা স্বার্থপর বলে প্রভু?


 

আমি মাছ শিকারির মত ধৈর্য ধরি,

 

সত্যের জয় হবেই, এই মন্ত্র পড়ি!

View kingofwords's Full Portfolio