উদাসী হাওয়া যায় বয়ে,
কলকল ঢেউ ভেঙে চলা নৌকোর মত,
হাওয়ার কাজই অবিরাম ছুটে চলা,
শোনে না বারণ কারো সময়ের মত!
হাওয়ায় কান পেতে রই,
তোমার মিষ্টি কণ্ঠ শোনার আশায়,
যদি সে দূরান্ত হতে তোমার কথা নিয়ে এসে,
দেয় উপহার আমায়!
উদাসী হাওয়ার মত আমিও উদাস হই,
তোমার অপেক্ষায় চাতকের মত পথ চেয়ে রই!