কুড়ে ঘর

কুড়ে ঘরে কে বাস করে?


জানি না আমি তা,


হয়তো পারবো না জানতে কভু,


বাসিন্দাদের আছে না জানি কত গল্পিতা!


 

কেউ প্রাসাদে থেকেও দুঃখী,


কেউ কুড়ে ঘরে থেকেও স্বর্গ পায় হাতে,


চাওয়া আর পাওয়ার মাঝেই সুখ দুঃখের বাস,


মানুষ সুখ চায়, কিন্তু আসে না সহজে এ ধরাতে!


 

কেউ দুঃখ না চাইলেও আসে আগন্তুকের মত!

 

কি বিচিত্র এই জীবন, কি অদ্ভুত সতত!

View kingofwords's Full Portfolio