নিশ্চুপ চাঁদ তাকিয়ে দেখি,
আর ভাবি তোমাকে,
তুমিও চাঁদ নও কি,
বলো না আমাকে?
দেখি ঐ সুন্দর চাঁদ যতবার,
মনে পড়ে সুন্দর মুখটি তোমার,
চাঁদের কলঙ্ক থাকতে পারে,
তোমার কলঙ্ক নেই জানে মন আহারে!
ভরা বর্ষার স্নিগ্ধতা নিয়ে,
দিলে মোর জীবনটাকে সাজিয়ে,
আমি ধন্য হয়েছি ওগো ধন্য,
তোমাকে পাবার জন্য।