মনের মাধুরী মিশিয়ে,
দেবো তোমায় রাঙিয়ে,
শেখাবো ভালোবাসা কারে কয়,
একটু যদি হয় সময়!
পড়বে আমার প্রেমে,
কিনবো তোমায় প্রেমের দামে,
ভাসবো দুজন প্রেমের ভেলায়,
মাতবো সুখে প্রেম প্রেম খেলায়!
দেরী করা ঠিক নয়,
শেখাবো ভালোবাসা কারে কয়,
একটু যদি হয় সময়!
এসো ধরো হাতটি আমার,
রাখো চোখে চোখ তোমার,
চলো প্রেমের রাজ্যে হারাই,
যেখানে কোনও কষ্ট নাই,
তোমায় পেতে আমার বড় ইচ্ছে হয়,
শেখাবো ভালোবাসা কারে কয়,
একটু যদি হয় সময়!