মন তোরে কি করে বোঝাই?
মন যে আর মনের মাঝে নাই!
একবার দেইখা তার মুখ,
পাইছি আমি স্বর্গের সুখ!
পড়ছি তার প্রেমে আমি,
এখনতো আর উপায় নাই!
মন তোরে কি করে বুঝাই?
মন যে আর মনের মাঝে নাই!
এতো সুন্দর মুখ আমি আগে দেখি নাই!
কি মায়া মুখে তার কি করে বুঝাই?
কণ্ঠ তার কোকিলের গান,
হাসিতে জাগে পরাণ,
এখনতো আর উপায় নাই!
মন তোরে কি করে বুঝাই?
মন যে আর মনের মাঝে নাই!
আসমান জানে জানে জমিন,
পাইলে তারে কোনও দিন,
মনের কথা বলবো তারে,
আমার মন প্রাণ ভরে,
এখনতো আর উপায় নাই!
মন তোরে কি করে বুঝাই?
মন যে আর মনের মাঝে নাই!