বিষণ্ণতার বিপক্ষে যুদ্ধ

বিষণ্ণতার বিপক্ষে যুদ্ধ করে,


এসেছি এতোটা পথ ধীরে ধীরে,


গন্তব্য দূরে, তবে খুব দূরে নয়,


পৌঁছাতে পারবো নিশ্চয়!


 

জীবনের রণে আমি যোদ্ধা বটে, এ কথা সত্য,


জানি না একিলিস নাকি নেপোলিয়নের মত,


হয়তো আমি নবাব সিরাজউদ্দৌলার মত অনেকটা,


অনেক চড়াই উতরাই পার করে যাচ্ছে জীবনটা!


 

আমি ভাঙবো তবু মচকাবো না কভু!

 

শক্তি দাও, শক্তি দাও হে প্রভু!

View kingofwords's Full Portfolio