যতদিন আছে দেহে প্রাণ,
আমি গেয়ে যাবো গান,
কেউ দেবে হাততালি,
কেউ বা দেবে গালি,
ছাড়বো না কভু এই গান!
যতদিন আছে দেহে প্রাণ,
আমি গেয়ে যাবো গান।
যখন যেদিকে পাতি কান,
পাই শুনতে সুমধুর গান!
গায় পাখি, গায় নদী,
গায় ঝরনা নিরবধি!
জীবন দিয়ে রাখবো গানের মান!
যতদিন আছে দেহে প্রাণ,
আমি গেয়ে যাবো গান।
একতারা না নিলে হাতে,
ভোরের আলোয় প্রভাতে,
কাটে না ভালো দিন,
একলা আমি গানবিহীন!
দিয়েছে গান আমায় অনেক সম্মান,
যতদিন আছে দেহে প্রাণ,
আমি গেয়ে যাবো গান।