বসন্তের ফুলের মত সে আসে

বসন্তের ফুলের মত সে আসে,


মৃদু হাওয়ার মত সে যায়,


পাখীর সুমিষ্ট গান কণ্ঠে মেখে তার আগমন,


নদীর স্রোতের কলকল ধ্বনির মত ধীরে হারায়!


  

রাতের সৌন্দর্য গায়ে মেখে,


সে আসে নিকটে আমার,


তার রক্তিম গালে স্বর্গীয় দ্যুতি করে খেলা,


অবিরাম ভোরের স্নিগ্ধতা ছড়ায় নিখুঁত দেহ তার।


 

আমার ঠোঁট মিশে তার ঠোঁটে যখন,

 

পাই কোটি কোটি চুম্বনের স্বাদ তখন!

View kingofwords's Full Portfolio