আকাশের ঐ গন্তব্যহীন ধূমকেতুর মত নয়,
নয় কোনও দিশেহারা উন্মাদের মত,
আমার ছুটে চলা ঐ ঝরনার মত অনেকটা,
যার লক্ষ্য নদীর বুকে আছড়ে পড়া সতত!
ছুটছে মানুষ, ছুটছে পশু পাখি,
হয়তো এই ছুটে চলাই জীবনের নাম আরেক,
হয়তো কারো কাছে জীবন একটা মরীচিকা,
হয়তো কারো কাছে ভালো কিছু করার সুযোগ এক।
আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আলোর মত গতিতে ছুটতে চাই,
ছুটতেই হবে আমাকে, আমার যে অবসর নাই!