গ্রামের বাড়ি গিয়ে,
খুঁজি হন্যে হয়ে,
সেই পরিচিত দোলনা,
কত দিন দোলনায় চড়ি না!
দোলনার দুলুনিতে ভরে মন,
যাই ছুটে দোলনার কাছে যখন তখন,
সারাক্ষণ ব্যস্ত থাকি দোলনা নিয়ে,
নিয়ে যান সাথে মা কান মলা দিয়ে!
শহরে দোলনাকে করি খুব মিস!
বাসার সামনে একটা থাকতো যদি ইশ!