শত লোকের ভিড়ে,
নেবো চিনে চট করে,
তোমার সুন্দর মুখখানি,
তুমি যে প্রাণের রানী!
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি তুমি,
তুমি আছো বলেই আছি আমি।
আমার জীবন যৌবন,
করলাম তোমায় সমর্পণ,
পাশে থেকো জীবনে মরণে,
জীবন যে মরুভূমি তুমি বিহনে!
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি তুমি,
তুমি আছো বলেই আছি আমি।
যা কিছু ভালো, যা কিছু সুন্দর,
সব গুণের দেখা পাই তোমার ভেতর,
অনন্যা তুমি, বিশেষ একজন,
তোমার জন্যই করে আনচান প্রাণ মন,
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি তুমি,
তুমি আছো বলেই আছি আমি।