তারা ভরা রাতে,
লাল গোলাপ হাতে,
ছিলাম তোমার অপেক্ষায়,
তোমার বারান্দার কাছটায়।
ছিল ভারী নিঃশ্বাস,
মনে ছিল বিশ্বাস,
আসবে তুমি একটিবার,
ছিল গোলাপ দেবার সাধ আমার,
ছিলাম তোমার অপেক্ষায়,
তোমার বারান্দার কাছটায়।
হতাশ হয়ে যাচ্ছিলাম ফিরে,
কণ্ঠ শুনেই তাকালাম পরে,
দেখি তুমি বারান্দায় একা,
মুচকি হেসে দিলে দেখা!
ছিলাম তোমার অপেক্ষায়,
তোমার বারান্দার কাছটায়।