কিছু সুখ পেয়েছি কুড়িয়ে,
বেদনারা নিয়েছে বিদায়,
নয় চিরতরে, কিছুক্ষণের তরে,
আবারও বেদনারা কাঁদাবে আমায়!
বেদনার এই বালুচরে,
সুখ যে ধুঁকে ধুঁকে মরে!
সুখের বারতা নিয়ে এসেছিল সে জীবনে,
জানি না কি যে হলো সেই ক্ষণে,
আমায় একলা ফেলে,
গেলো সে দূরে চলে!
বেদনার এই বালুচরে,
সুখ যে ধুঁকে ধুঁকে মরে!
ভাঙলো বিশ্বাস, ভাঙলো মন,
লাগে না কিছুই ভালো এখন,
হতাশার চাদরে হৃদয় ঢাকা আজ,
লাগে না ভালো কোনও কাজ,
বেদনার এই বালুচরে,
সুখ যে ধুঁকে ধুঁকে মরে!