জীবনের একতারা হারায় সুর,
সম্পর্ক হয় ভাংচুর,
যদি ব্যাটে বলে না মেলে,
যদি বিশ্বাসের সেতু দুলে,
পরিচয় থেকে পরিণয়ের পথে,
যেতে হয় বিশ্বাসের সাথে।
যদি করো বিশ্বাস আমায়,
যদি হাতটি ধরো,
জেনে রেখো মেয়ে,
তোমায় বাসবো ভালো আরও,
পরিচয় থেকে পরিণয়ের পথে,
যেতে হয় বিশ্বাসের সাথে।
যদি তোমার মনের আকাশে,
কালো মেঘ জমে,
যদি দুঃখের সাগরে যাও পড়ে,
রবো তোমার পাশে যে কোনও দামে,
পরিচয় থেকে পরিণয়ের পথে,
যেতে হয় বিশ্বাসের সাথে।