ঘুরে মশা চরকির মত,
আশেপাশে অবিরত,
বিরক্তে মেজাজ খারাপ,
যা না রে বাপ!
জ্বালিয়ে মারে মশা,
আজব তার রক্তের নেশা!
রক্তের স্বাদ না পেলে একদিন,
উড়ে সে হয়ে উদাসীন।
ছেড়ে ছুঁড়ে সকল কাজ,
মশাটিকে মারবোই আজ!