দখিণা হাওয়া কানে কানে,
বলে গেলো কি যে গোপনে,
পারিনি বুঝতে সে কথা,
হয়তো ছিল তোমার বারতা।
কতদিন দেখিনি তোমায়,
কত রজনী একলা কেটে যায়,
কষ্টের পাথর বুকে নিয়ে,
চলেছি একলা পথ বয়ে,
দখিণা হাওয়া কানে কানে,
বলে গেলো কি যে গোপনে,
পারিনি বুঝতে সে কথা,
হয়তো ছিল তোমার বারতা।
নিষ্ঠুর তুমি নাকি সময়?
এই ভাবনায় ভোর হয়,
দিন গিয়ে রাত্রি আসে,
আমার মনে কষ্টেরা মেঘ হয়ে ভাসে,
দখিণা হাওয়া কানে কানে,
বলে গেলো কি যে গোপনে,
পারিনি বুঝতে সে কথা,
হয়তো ছিল তোমার বারতা।