যখন দুঃস্বপ্নেরা ভয়ানক ড্রাগনের মত,
মনের সমুদ্রে পাল তুলে,
তখন তোমার হাসিমুখ মনের ক্যানভাসে আনি,
মুহূর্তে যাই সকল দুঃখ কষ্ট ভুলে।
তোমার হাসিমুখ দেখা মানে স্বর্গ লাভ!
গোলাপের মতন সুরভী ছড়ায় তোমার হাসি,
আকাশ, বাতাস, পত্র পল্লব হয় মাখামাখি,
সেই হাসির মহনীয় সুগন্ধে হে প্রেয়সী!
তুমি হাসো বলেই আমার বেঁচে থাকা,
তোমার কান্না যেন আমার বুকে ছুরি ঢুকে থাকা!