ওরে ও পাখি,
দেখ মেলে আঁখি,
তোর কি উড়তে চায় না মন?
নেই কি তোর আপনজন?
ঐ বিশাল আকাশে,
মেল পাখনা আওলা বাতাসে!
দেশ থেকে দেশান্তরে,
যা তুই উড়ে উড়ে,
নিস বিশ্রাম মন চায় যখন,
তোর কি উড়তে চায় না মন?
নেই কি তোর আপনজন?
পাখি তোর দুঃখ দেখে,
মন আমার কাঁদে শোকে,
বুঝতাম যদি তোর মনের কথা,
দিতাম কমিয়ে কিছু ব্যথা,
এমন বিপদে তোরে ফেললো কোন জন?
তোর কি উড়তে চায় না মন?
নেই কি তোর আপনজন?