খাঁচায় বন্দী টিয়া,
ভাবে আকাশপানে চাইয়া,
যেই আকাশে তার বাস,
সেই আকাশে চাইলেই জাগে দীর্ঘশ্বাস!
ঐ দূরে একখান পক্ষী দেখলে,
টিয়ার মনডা বাত্তির লাখান জ্বলে,
টিয়া চিন্তা করে মনে মনে,
উড়াল দিবো কোন ক্ষণে?
টিয়ার লাগি আমারও কষ্ট অয়,
তারে আসমানে উড়াইয়া দিতে মনে লয়!