অনুসরণ

তুমি যে রাস্তা ধরে গিয়েছিলে হেঁটে,


স্বর্গের বাগানের সুগন্ধি ছড়িয়ে,


আমি পাগলের মতন করেছিলাম অনুসরণ,


তোমায় এক পলক দেখার সাধ বুকে নিয়ে!


 

কুমির যেমন পানির নীচ থেকে গোপনে,


তীরে পানি পানরত শিকারকে করে অনুসরণ,


ঠিক তেমনই ছিল আমার অবস্থা,


আমি চাইনি তোমায় কষ্ট দিতে তখন!


 

আমার উপস্থিতি টের পেয়ে তোমার রাগ হয় যদি,

 

এই ভয়ে আমি ছায়ার মতন নিঃশব্দে ছিলাম নিরবধি!

View kingofwords's Full Portfolio