নিরীহ পেন্ডুলামের মতন,
জীবনটা যেন ঝুলছিল আমার,
রাত্রির মতন কালো আঁধার,
নেমে এলো জীবনে তখন।
আমি মাঝিহীন নাওয়ের মতন,
দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটলাম,
কিন্তু দিশার দেখা না পেলাম,
হতাশার চাদরে ছিলাম জড়িয়ে সর্বক্ষণ!
তবুও মনের কোনও এক কোণায় জ্বলছিল তখনও,
এক বিন্দু আলোকরশ্মি, আমাকে সাহস যোগাতে যেন!