তোমার দেয়া উপহার আজো রেখেছি যতন করে,
আমার মনের কাছে, হৃদয়ের ঘরে,
হয়তো তুমি আজ অন্য কারো,
তোমার স্মৃতিটুকু রেখেছি ধরে তারপরও!
এতেই যে আমার সুখ,
যায় কেটে মনের দুখ!
জানি না তুমি কি রেখেছো আমায় মনে?
এখনও কি রবীন্দ্র সঙ্গীত শুনে,
মনে পড়ে আমার কথা?
আমার স্মৃতি কি আজো তোমায় দেয় ব্যথা?
সে কি আমার মত বোঝে তোমার মনের অসুখ?
এতেই যে আমার সুখ,
যায় কেটে মনের দুখ!
এখনও কি চন্দ্রিমা রাতে ছাদে উঠো?
এখনও কি সুখতারা দেখে উল্লাসে মাতো?
সে কি আমার মত তোমার হাতটি ধরে রাখে?
জানে কি সে ভোলাতে তোমায় অসীম দুঃখে?
খুব দেখতে ইচ্ছে হয় তোমার মুখ,
এতেই যে আমার সুখ,
যায় কেটে মনের দুখ!