আমি বসেছিলাম,
একা,
আমায় দেখে তোমার গালে,
উঠলো ভেসে মুচকি হাসির রেখা!
আমিও হাসলাম সৌজন্য দেখিয়ে,
তুমি জানালার কাছে গিয়ে বাইরে রাখলে দৃষ্টি,
মুহূর্তেই স্বর্গীয় হাওয়া এসে করলো তোমায় স্পর্শ,
উড়লো তোমার চুল, কি অপূর্ব সৃষ্টি!
তুমি ডাকলে আমায় কাছে লাস্যময়ী ইশারায়,
আমি সেই ডাকে সাড়া দিয়ে গেলাম তোমার কাছটায়!