তোমার উরুতে সৌন্দর্য বিশ্রাম নেয়,
তুমি যখন আফ্রোদিতির মত যাও হেঁটে,
পাড়ার প্রতিটি মানুষ ছবির মত থমকে দাঁড়ায়!
সবার চোখজোড়া থাকে স্থির হয়ে তোমাতে!
তোমায় এক পলক দেখার সাধে,
হয়তো সূর্যেরও তর সয় না,
তোমাকে দেখার তরে,
তুমি কি তা বোঝো না?
বুঝেও না বোঝার ভান করো নিশ্চয়ই!
যত দেখি তোমায়, ততই আমি মুগ্ধ হই!