আকাশের ঐ নীলের অন্তরে,
দেখেছিলাম আমি তোমারে,
রাজকন্যার মতন ছিল অপূর্ব মুখটি তোমার,
দেখে জুড়ালো প্রাণ যে আমার!
আমি জাদুর মতন অপলক রইলাম তাকিয়ে,
তুমি লজ্জাবতীর মত নিলে লাজে চোখ সরিয়ে!
আমি তোমার সেই রক্তিম গাল দেখে,
স্বর্গের হুর দেখলাম চোখে!
বললো পাগলপারা মন আমার,
তুমি আমার, তুমি আমার!
রাজকন্যার মতন ছিল অপূর্ব মুখটি তোমার,
দেখে জুড়ালো প্রাণ যে আমার!
ছিল না আমি ছাড়া কেউ সেই স্বপ্নের ক্ষণে,
হয়তো ছিল দ্বিধা, ছিল লাজ তোমার মনে,
আমি নীরব গাছের মত,
করছিলাম মনে মনে তোমার রূপের প্রশংসা যত,
তুমি ছাড়া অন্ধকার জীবন আমার!
রাজকন্যার মতন ছিল অপূর্ব মুখটি তোমার,
দেখে জুড়ালো প্রাণ যে আমার!