স্বাধীন হবার আশায়,
বুকে পাথর বেধে,
স্বজনকে স্বার্থপরের মত পেছনে ফেলে,
চলেছি রাইফেল কাঁধে!
আকাশের মুক্ত পাখি দেখে হিংসে হয়,
গা গ্রীষ্মের দাবদাহের মত জ্বলে,
কবে যে স্বাধীনতার স্বাদ নেবো?
কবে যে সিক্ত হবে চোখ খুশীর জলে?
আমি জানি, আমরা স্বাধীন হবো, হতেই হবে!
শুধু একটু, আর একটু ধৈর্য ধরতে হবে!