তোমায় আকাশ উপহার দেবো বলে,
প্রতিদিন ভিখিরির মত,
এসে ঠায় দাঁড়িয়ে থাকি,
তোমার বারান্দার কাছে অবিরত!
তুমি কভু ধূমকেতুর মত এসে,
যাও ঝড়ের বেগে ফিরে,
কভু ভিঞ্চির মোনালিসার মত মুচকি হাসো,
আমি অপলক নয়নে রই চেয়ে শিশুর মত করে!
আকাশের মালিকানা আমার হাতে নেই জানি,
তবুও মন চায় তোমার নামে লিখে দেই আকাশখানি!