তোমার মনের আকাশে,
ছিল শখ ঘুড়ির মতন ওড়ার!
কিন্তু বিধি হলো বাম অকালেই!
জানি না দোষ ছিল কার, তোমার নাকি আমার?
হয়তো আমি, হয়তো বা তুমি,
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যেমন,
আমিও তোমার চারপাশে ঘুরে ঘুরে,
করেছিলাম তোমার অর্জন!
সেই অর্জন সিমারের মতন নিষ্ঠুর কারো আঘাতে,
গেলো কাঁচের চুরির মতন ভেঙে মুহূর্তে!