স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও,
অন্যের বিপদে হাতটি বাড়াও,
উদার করো মন মানসিকতা,
দাও ছড়িয়ে মানবতা।
কর্মে বাঁচে মানুষ বয়সে নয়,
মনে আছে কথাটি নিশ্চয়,
তবে কেন করছো সময় নষ্ট?
তবে কেন হচ্ছ পথভ্রষ্ট?
উদার করো মন মানসিকতা,
দাও ছড়িয়ে মানবতা।
একদিন থাকবে না তুমি হয়তো,
তোমার কর্ম থাকবে ঠিকই উজ্জ্বল তারার মত,
মানুষের কল্যাণে পড়ো ঝাঁপিয়ে,
ভালো কাজ করো সকল শক্তি দিয়ে,
উদার করো মন মানসিকতা,
দাও ছড়িয়ে মানবতা।