পাথর

মন আজ পাথরের মতন শক্ত,


বুক হয়ে চলেছে রক্তাক্ত,


আশার প্রদীপ যাচ্ছে নিভে ক্ষণে ক্ষণে,


জিন্দা লাশ হয়ে আছি তুমি বিহনে!


 

তোমার প্রতি ঘৃণায় কভু চুখ মুখ হয় বিকৃত,


পর মুহূর্তেই প্রেম ঘৃণার স্থান দখল করে জীবের মত,


প্রেম আর ঘৃণার যেন “মহাভারত”-এর কুরুক্ষেত্রের যুদ্ধ,


মনে যে যুদ্ধ চলে তার শেষ হবার দ্বার রুদ্ধ!


 

আমি কয়লার মত পুড়ি ধীরে ধীরে,

 

আমি পথহারা পাখি, পারছি না ফিরতে নীড়ে!

View kingofwords's Full Portfolio