তোমার আমার জীবন,
যেন জটিল সমীকরণ,
সমাধান হয়েও হয় না,
দোষ যে কার জানি না!
কেউ দেই না ছাড়!
না আমি, না তুমি,
দিন শেষে যাই মিশে আবার,
আবার প্রেমে পড়ি আমি,
জীবনের অংকের হয় না তুলনা!
সমাধান হয়েও হয় না,
দোষ যে কার জানি না!
যা কিছু আছে আমার,
দিয়েছি অনেক আগেই তোমায়,
দিয়েছি মন, দিয়েছি দেহ বারবার,
তবুও অংক মিলে না হায়!
দুই মনের মাঝে অন্তিম সীমানা!
সমাধান হয়েও হয় না,
দোষ যে কার জানি না!