করবে না তুমি নতি স্বীকার জানি,
পারতাম করতে তোমায় মনের রানী,
দিলে না সে সুযোগ আমায়,
মন কেঁদে মরে হায়!
যখন চাঁদ ঘুমায় আঁধারে,
মন আমার তোমাকেই খুঁজে ফিরে,
পাই না ঠিকই চোখের সামনে,
আসো ঠিকই স্মৃতির গহীনে!
করবে না তুমি নতি স্বীকার জানি,
পারতাম করতে তোমায় মনের রানী,
দিলে না সে সুযোগ আমায়,
মন কেঁদে মরে হায়!
জোছনা দেখতে চায় না আর মন,
যাই না নদী তীরে হাঁটতে যখন তখন,
বিষণ্ণতা খাচ্ছে আমায় কুড়ে কুড়ে,
গেছো যেদিন আমায় ফেলে অনেক দূরে,
করবে না তুমি নতি স্বীকার জানি,
পারতাম করতে তোমায় মনের রানী,
দিলে না সে সুযোগ আমায়,
মন কেঁদে মরে হায়!