মন ভালো নেই,
বসে আছি এমনিতেই,
কোনও কাজে বসে না মন,
একা একা লাগে এই জীবন!
তোমাকে ছাড়া একটি দিন,
যেন নীরস বেরঙ্গিন!
কেন যে এতো অভিমান?
কেন করো সবই ম্লান?
কোনও কাজে বসে না মন,
একা একা লাগে এই জীবন!
হৃদয়ে বইছে রক্ত বন্যা,
বুঝেও কেন বোঝো না!
নেই কি আমার কোনও মূল্য?
আমি কি কীটের সমতুল্য?
কোনও কাজে বসে না মন,
একা একা লাগে এই জীবন!