সেই চেনা তোমাকেই পেয়েছি আবার,
সেই প্রিয় তুমিই স্বপ্ন হয়ে দিয়েছো ধরা,
সেই আগের মতই!
সেই কাছের তুমি, সেই একই চেহারা!
মাঝে মাঝে তোমার মধ্যে,
নিশ্চয়ই কোনও প্রেতাত্মা করে ভর!
না হলে ক্রোধে অকস্মাৎ লাল মরিচের মত হও কেন?
আমার সত্যি লাগে ডর!
মনে হয় ভূমিকম্পের ধ্বংসলীলার মত এবার,
আচমকা করবে সব ভেঙ্গেচুরে ছারখার!