এ যেন ছলনার পরে ছলনা,
আর তো ভালো লাগে না!
এক জীবনে এতো ব্যথা সইবো কেমনে?
মনের কষ্ট আমি সুধাই কার সনে?
ভালোবাসি বলেও বাসলে না ভালো,
তোমার মনে ছিল না আলো সবি যে কালো,
করেছো খেলা আমার মন নিয়ে,
কি সুখ পেয়েছো বলো দুঃখ দিয়ে?
এতো নিষ্ঠুর তুমি হলে কেমনে?
মনের কষ্ট আমি সুধাই কার সনে?
ধিকি ধিকি আগুন জ্বলে,
বুকের অতলে,
নেভে না মনের জ্বালা,
তোমার জন্য মন যে উতলা,
যেয়ো না ছেড়ে এমন বাদল দিনে,
মনের কষ্ট আমি সুধাই কার সনে?